আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার পশ্চিমাঞ্চলে আলাস্কা সীমান্তের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সোমবার আঘাত হানা ভূমিকম্পের পরিমাপ ছিল ৬ দশমিক ২ বলে নিশ্চিত করেছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা। মসকিটো লেক নামে পরিচিতি ভূমিকম্প অনুভূতের এলাকার ওই পল্লীতে মাত্র তিনশ মানুষের বাস। স্থানটি আলাস্কা থেকে ৫৫ মাইল পশ্চিম ও উত্তর-পশ্চিমে অবস্থিত। তবে ভূকিম্পের পরে অন্তত তিনটি আফটার শক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ভূ-তাত্ত্বিক অ্যামি বাঘহান। এ ঘটনায় কী ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।