News71.com
 International
 02 May 17, 12:43 PM
 151           
 0
 02 May 17, 12:43 PM

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড় ও বিক্ষিপ্ত টর্নেডোর আঘাতে ১৬ জনের মৃত্যু  

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড় ও বিক্ষিপ্ত টর্নেডোর আঘাতে ১৬ জনের মৃত্যু   

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ঝড়ে কমপক্ষে ১৬ জন মারা গেছে। এছাড়াও সোমবার পূর্বাঞ্চলে প্রচণ্ড শক্তিশালী বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে। বৈরী আবহাওয়ায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, গাড়ি উল্টে গেছে ও গাছ উপড়ে পড়েছে। টেক্সাসে অন্তত চারটি টর্নেডো আঘাত হানার বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় আবহাওয়া সার্ভিস। টেক্সাসের ক্যানটন শহরের মেয়র লও অ্যান ইভেরেত সাংবাদিকদের জানান, সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে চার।


আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার ধকলে ওই অঙ্গরাজ্যে অন্তত পাঁচজন নিহত হয়েছে। মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। দূর্যোগের ফলে সৃষ্ট বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। এছাডা মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরিতে গতকাল প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেখানে দু’জন নিহত হয়েছে। সিএনএনের দেয়া তথ্য অনুযায়ী, নিহত দুজনের মধ্য একজন ৭২ বছর বয়সী নারী। তিনি গাড়ির ভেতর আটকা পড়েছিলেন। গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।এছাডাও বিভিন্ন স্থানে আরও কমপক্ষে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন