আন্তর্জাতিক ডেস্কঃ জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল দুই বছরের মধ্যে এই প্রথমবারের মতো রাশিয়া সফরে যাচ্ছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে আগামীকাল মঙ্গলবার তিনি সেখানে যাচ্ছেন। কৃষ্ণ সাগর উপকূলীয় পর্যটন নগরী সোচিতে এই দু’নেতার মধ্যে বৈঠকটি হবে। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সাইবাৎ বলেন,তাদের মধ্যে দুটি বৈঠক হবে। বৈঠকের পর তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবেন।
সাইবাৎ জানান,জুলাই মাসে হাম্বার্গে জি২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবেই মের্কেল রাশিয়া সফর করছেন। যদিও দুই নেতার মধ্যে ইউক্রেন সংকট,সিরিয়া যুদ্ধ ও লিবিয়া পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।