News71.com
 International
 01 May 17, 08:03 PM
 173           
 0
 01 May 17, 08:03 PM

গুজরাট রাজ্য ভোট ।। মোদীগড়ে রাহুলগিরি গুজরাটে উপজাতি ভোট ব্যাঙ্কই টার্গেট কংগ্রেসের, পাল্টা রণকৌশল বিজেপির  

গুজরাট রাজ্য ভোট ।। মোদীগড়ে রাহুলগিরি গুজরাটে উপজাতি ভোট ব্যাঙ্কই টার্গেট কংগ্রেসের, পাল্টা রণকৌশল বিজেপির   

আন্তর্জাতিক ডেস্কঃ কংগ্রেস কোনও প্রতিশ্রুতি দেয় না। নিজেদের মার্কেটিংও করে না। ক্ষমতায় থাকলে কংগ্রেস মানুষের স্বার্থে কাজ করে। কংগ্রেস কথায় বিশ্বাস করে না। আমরা এখানে এসেছি মানুষের কথা শুনতে, তাদের সমস্যা সমাধান করাই আমাদের একমাত্র লক্ষ্য গুজরাট ভোটে 'কংগ্রেস আদর্শ'কে সামনে রেখে এভাবেই প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। উল্লেখযোগ্য ভাবে কংগ্রেস এবার গুজরাট ভোটে তাদের প্রচার শুরু করল নর্মদা জেলার সংখ্যালঘু গ্রাম দেদিয়াপাড়া থেকে। আর এই জনসভা থেকেই কংগ্রেসের স্পষ্ট 'ইঙ্গিত', গুজরাটে তাদের টার্গেট সংখ্যালঘু উপজাতি ভোট।


গুজরাটে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে এবছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকেই। গুজরাটে এখনও পর্যন্ত মোট ১৮২টি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে ২৭টি আসন উপজাতিদের জন্য সংরক্ষিত। কংগ্রেস চাইছে উপজাতিদের এককাট্টা করেই গুজরাট ভোটে বিজেপিকে কড়া টক্কর দিতে। তাই কংগ্রেসের প্রচার শুরু হল উপজাতি গ্রাম থেকেই আর কংগ্রেস সহ-সভাপতি অস্ত্র হিসেবেও বেছে নিলেন উপজাতিদের প্রতি 'বিজেপি সরকারের বঞ্চনা'।


"গুজরাট এখন ১০-১৫ জনের কথায় চলে। আপনারা তাদের সবার নামই জানেন। মোদী ঘনিষ্ঠরাই গুজরাটের শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে। এই জমি, এই জল, এই অরণ্য সব আপনাদের অধিকার। গুজরাটের সব উপজাতিদেরই অধিকার আছে এইসব কিছুতে। যারা এই রাজ্য চালাচ্ছে এবং আধিপত্য দেখাচ্ছে এখানে তাদের কোনও অধিকারই নেই", দেদিয়াপাড়ায় জনসভায় উপজাতিদের সামনে এই বক্তৃতাই করেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে খোঁচা দিয়ে রাহুল এও বলেন, "আরএসএস এবং বিজেপি কখনই উপজাতিদের সম্মান করেনি। তারা সবসময়ই উপজাতিদের দাস করে রাখতে চেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন