News71.com
 International
 01 May 17, 07:54 PM
 193           
 0
 01 May 17, 07:54 PM

ব্রিটিশ রাজনীতিতে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।।  

ব্রিটিশ রাজনীতিতে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আভ্যন্তরীণ রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্রেক্সিট বিতর্ক মোকাবেলায় আজ সোমবার তিনি রাজনীতিতে ফেরার এ ঘোষণা দেন। তবে আগামী ৮ জুন অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

টনি ব্লেয়ার জানান,তিনি জানেন এর জন্য তাকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হবে। ব্রেক্সিট বিতর্ক নিয়ে নীতি নির্ধারণের লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে চান। ব্লেয়ার (৬৩) ১৯৯৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত লেবার পার্টির নেতৃত্ব দেন। এছাড়া তিনি ১৯৯৭ সাল থেকে প্রায় এক দশক দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন