News71.com
 International
 01 May 17, 06:33 PM
 168           
 0
 01 May 17, 06:33 PM

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ১৪, ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি।।

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ১৪, ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ঝড়ের কারণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গতকাল রবিবারের এই ঝড়ে ওই অঞ্চলের অনেক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার সুত্র এ তথ্য জানায়। দেশটির পূর্বাঞ্চলে আজও প্রচণ্ড বাতাস ও বিক্ষিপ্ত টর্নেডো আঘাত হেনেছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে,টেক্সাসে অন্তত ৪টি টর্নেডো আঘাত হেনেছে।

টেক্সাসের ক্যানটন শহরের মেয়র লও অ্যান ইভেরেত জানিয়েছেন,সেখানে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪। আরকানসাস জরুরি ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র বলেন, বৈরী আবহাওয়ার কারণে এই অঙ্গরাজ্যে অন্তত ৫জন নিহত হয়েছে।

মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে একটি শিশু রয়েছে। বন্যার পানিতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরিতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সেখানে দুজন নিহত হয়েছে। এদিকে তথ্য অনুযায়ী,নিহত দুজনের মধ্য একজন ৭২ বছর বয়সী নারী। তিনি তাঁর গাড়িতে আটকা পড়েছিলেন। গাড়িটি বন্যার পানিতে ভেসে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন