News71.com
 International
 01 May 17, 06:31 PM
 163           
 0
 01 May 17, 06:31 PM

কলকাতায় হঠাৎ আকাশ থেকে মাথায় ৮৫ কেজি ওজনের জীবন্ত গরু পড়ে এক ব্যক্তি আহত।।

কলকাতায় হঠাৎ আকাশ থেকে মাথায় ৮৫ কেজি ওজনের জীবন্ত গরু পড়ে এক ব্যক্তি আহত।।

আন্তর্জাতিক ডেস্কঃ আকাশ থেকে মাথার উপর গরু পড়ে গুরুতর আহত হয়েছেন কলকাতার তিনজলা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান (৪৩)। গতকাল রবিবার সকালে গিয়েছিলেন বাজারে। একটি দোকানে শসা কিনছিলেন মাথা নিচু করে। এ সময় আকাশ থেকে গরুটি তার মাথার উপর পড়ে!

জানা গেছে,মান্নান যে বাড়ির সামনে শসা কিনতে দাঁড়িয়েছিলেন সেই বাড়ির ৪তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ৮৫ কেজি ওজনের ওই গরুটি। বাড়ির মালিক আঞ্জুম আলম মান্নানের পরিবারকে জানিয়েছেন,তাঁর বাড়িরই এক ভাড়াটিয়া ছাদে দড়ি দিয়ে গরুটি বেধে রেখেছিল। রবিবার গরুটিকে স্নান করানোর পরেই সে খেপে গিয়ে লাফ ঝাঁপ দিতে শুরু করে। এক পর্যায়ে রশি ছিড়ে ছাদের দেয়াল টপকে নিচে পড়ে।

মান্নানের স্ত্রী সীমা বেগম আমাদের সুত্রকে বলেন,কপালে এটাই হওয়ার ছিল। আকাশ থেকে গরু এসে পড়ে ওর একটা পা ভেঙেছে,১৮টা সেলাই পড়েছে। গায়ে,হাতে,পায়ে অনেক জায়গায় চোট আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন