News71.com
 International
 01 May 17, 02:38 PM
 152           
 0
 01 May 17, 02:38 PM

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপে মুগ্ধ বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপে মুগ্ধ বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভিআইপি-সংস্কৃতির অবলুপ্তির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। ৪২ বছরের অভিনেত্রী বলেন,আমাদের প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেক ব্যক্তিই গুরুত্বপূর্ণ। আর সেটা তিনি মানেন। প্রীতির মতে,এমন এক প্রধানমন্ত্রীকে পাওয়াটা ভাগ্যের,যিনি শুধুমাত্র দেশকে শুধু এগিয়ে নিয়ে যেতে চান না। দেশের প্রত্যেক নাগরিকও যাতে এগিয়ে যান,তা নিয়েও ভাবেন।

এর পাশাপাশি,কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত অভিযান ও বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পেরও প্রশংসা করেন প্রীতি। তিনি বলেন,একজন নারী হিসেবে আমি মনে করি নারী শিক্ষা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেনা পরিবারে বড় হয়েছি। ফলে,প্রধাননমন্ত্রী যখন দেশপ্রেম ও জওয়ানদের নিয়ে কথা বলেন, তখন খুব ভালো লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন