News71.com
 International
 01 May 17, 02:37 PM
 170           
 0
 01 May 17, 02:37 PM

আইএসের বিরুদ্ধে লাগাতার বোমাবর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মার্কিন অস্ত্রভাণ্ডার।।

আইএসের বিরুদ্ধে লাগাতার বোমাবর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মার্কিন অস্ত্রভাণ্ডার।।


আন্তর্জাতিক ডেস্কঃ একদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা আধিপত্য,অন্যদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মাথাব্যথা বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তচাপ আরো বাড়িয়ে দিলেন ইউএস প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস।সম্প্রতি সিনেট কমিটিকে তিনি জানিয়েছেন,মার্কিন অস্ত্রভাণ্ডারে বোমা বাড়ন্ত’। আইএসের বিরুদ্ধে লাগাতার বোমাবর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মজুত করা বোমার ভান্ডার। দেশের শীর্ষ সামরিক কর্তার এই বক্তব্যে যথেষ্ট আশঙ্কায় পেন্টাগন। হ্যারি হ্যারিস আরো জানিয়েছেন,ইরাক ও সিরিয়াতে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান অব্যাহত রাখতে অবিলম্বে আরও অস্ত্রশস্ত্রের প্রয়োজন।

অ্যাডমিরাল হ্যারিস স্বীকার করে নিয়েছেন,সন্ত্রাসীদের বিরুদ্ধে লাগাতার বোমা বর্ষণ করতে গিয়েই মার্কিন সেনার অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে এসেছে। জাতীয় স্বার্থে এখনই আরো অস্ত্রশস্ত্র,বিশেষত বোমার জোগান বাড়াতে অনুরোধ করেছেন তিনি। এর পাশাপাশি,টরপেডো ও মাইনও ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। ছোট ব্যাসার্ধে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর মতো বোমাই সবচেয়ে বেশি দরকার এখন। মার্কিন সেনেটে অ্যাডমিরাল হ্যারিস আরো জানিয়েছেন,ইয়েমেনে সন্ত্রাসী ঘাঁটিগুলি লক্ষ্য করে নিখুঁত হামলার জন্য আরো ড্রোন দরকার। রবিবারই মার্কিন ড্রোন হামলায় সানা-য় পাঁচ সন্দেহভাজন আল-কায়েদা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন