আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সৈন্য উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনাটাগকে এ আজ(রোববার) এ কথা বলেন ন্যাটো প্রধান।
তিনি বলেন, আফগানিস্তানে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়ত জুনের মধ্যে নেয়া হবে। এ ছাড়া, সেনা মোতায়েনের সময়সীমা বাড়ানোর বিষয়ও পর্যালোচনা করা হবে। সেনা মোতায়েনের বিষয় এখন প্রতিবছর নবায়ন করা হয়। ন্যাটো প্রধান আরো বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং এ পরিপ্রেক্ষিতে দেশটিতে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হবে। বর্তমানে দেশটিতে ১৩ হাজার ন্যাটো সেনা রয়েছে।