News71.com
 International
 01 May 17, 11:29 AM
 152           
 0
 01 May 17, 11:29 AM

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়াবে ন্যাটো  

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়াবে ন্যাটো   

আন্তর্জাতিক ডেস্কঃ ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বলেছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সৈন্য উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিবেচনা করছে মার্কিন নেতৃত্বাধীন এ জোট। জার্মান সংবাদপত্র ওয়েল্ট অ্যাম সোনাটাগকে এ আজ(রোববার) এ কথা বলেন ন্যাটো প্রধান।


তিনি বলেন, আফগানিস্তানে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়ত জুনের মধ্যে নেয়া হবে। এ ছাড়া, সেনা মোতায়েনের সময়সীমা বাড়ানোর বিষয়ও পর্যালোচনা করা হবে। সেনা মোতায়েনের বিষয় এখন প্রতিবছর নবায়ন করা হয়। ন্যাটো প্রধান আরো বলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং এ পরিপ্রেক্ষিতে দেশটিতে সেনা সংখ্যা বাড়ানোর বিষয়ে বিবেচনা করা হবে। বর্তমানে দেশটিতে ১৩ হাজার ন্যাটো সেনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন