News71.com
 International
 01 May 17, 11:29 AM
 173           
 0
 01 May 17, 11:29 AM

ইভিএম মানে ‘এভরি ভোট ফর মোদি ।। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ইভিএম মানে ‘এভরি ভোট ফর মোদি ।। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ


আন্তর্জাতিক ডেস্কঃ ইভিএম মানে ‘এভরি ভোট ফর মোদি’। নতুন ব্যাখ্যা দিলেন যোগী আদিত্যনাথ। যারা ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ম তুলছেন তাদের জবাব দিতেই এই ব্যাখ্যা বলে দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই ইভিএম–এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আপ এবং কংগ্রেস। দিল্লির পুর নির্বাচনে ব্যালটের দাবি জানিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু সেই দাবি ধোপে টেকেনি। ইভিএমেই হয় নির্বাচন। এবারও বিপুল ভোটে জয়ী হয় বিজেপি।

যোগী বলেন,যারা প্রশ্ন তুলছিলেন তারা যোগ্য জবাব পেয়েছেন। তারা এবার বুঝতে পারছেন ইভিএমের অর্থই হল এভরি ভোট মোদি। মানুষকে অবহেলা করলে ক্ষমতায় বেশি দিন থাকা যায় না তা এখন বুঝতে পারছেন তারা। বিজেপির একাধিক উন্নয়ন প্রকল্পকে মানুষ সমর্থন জানাতে শুরু করেছে।

গোরক্ষপুরে ২৬ বছর ধরে বন্ধ হয়ে থাকা সার কারখানা নতুন করে চালু হচ্ছে। তার পুরো কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভিআইপি সংস্কৃতির বিলোপও তার উদ্যোগেই সম্ভব হয়েছে। সেকারণেই মোদির জনসমর্থন বাড়ছে বলে দাবি করেছেন যোগী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন