News71.com
 International
 01 May 17, 10:40 AM
 171           
 0
 01 May 17, 10:40 AM

বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন চীনে  

বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন চীনে   

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন করেছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে শনিবার বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। বিমানটি স্থল ও জলে অবতরণ করতে পারে। ৩৭ মিটার লম্বা এজি৬০০ এই বিমানের একটি ডানার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার। সর্বাধিক সাড়ে ৫৩ টন ওজন নিয়ে বিমানটি আকাশে উড়তে পারে।


চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া বলছে, মাত্র ২০ সেকেন্ডে ১২টন পানি সংগ্রহ করতে পারে এই বিমান। মাত্র এক ট্যাংক জ্বালানি খরচ করে ৩৭০ টন পানি পরিবহনে সক্ষম বিমানটি। সমুদ্রে নিখোঁজদের সন্ধান, জঙ্গলে দাবানল ঠেকাতে, সামুদ্রিক পরিবেশের ওপর নজরদারি ও সুরক্ষায় বিমানটি ব্যবহার করা হবে।


চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন গত মার্চে জানায়, এজি৬০০ বিমানটি স্থলে প্রথম অবতরণ করবে চলতি বছরের মে মাসে। এছাড়া জলে অবতরণ করবে একই বছরের শেষের দিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন