News71.com
 International
 30 Apr 17, 10:18 AM
 225           
 0
 30 Apr 17, 10:18 AM

বিরোধী প্রতিবাদ জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান

বিরোধী প্রতিবাদ জলবায়ু ইস্যুতে ট্রাম্পের অবস্থান

আন্তর্জাতিক ডেস্কঃ প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেনো সরে না আসে সেই দাবিতে কয়েক হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ র্যােলি করে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় করা প্যারিস চুক্তিকে 'ধাপ্পাবাজি' বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিজ্ঞা করেন প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়া হবে। ট্রাম্পের এই প্রতিশ্রুতির প্রতিবাদের রাস্তায় নামেন হাজার হাজার মার্কিনি। এদিকে সবে হোয়াইট হাউজে একশো দিন পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন এক সময়ে এই প্রতিবাদ মিছিল হচ্ছে দেশটিতে। প্রথমে আয়োজকরা পরিকল্পনা করেছিলেন তারা হোয়াইট হাউস ঘেরাও করবেন। কিন্তু ট্রাম্প সেখানে ছিলেন না বলে এই পরিকল্পনা বাদ দেয়া হয়।


এই প্রতিবাদে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী-গোত্রের মানুষ। সেখানে তরুণ,বৃদ্ধ, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে নেটিভ আমেরিকানদের বিভিন্ন দলকে দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান বরাবরই অপছন্দের ছিল অ্যাকটিভিস্ট গ্রুপগুলোর। আয়োজকদের দাবি, শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতেই ১৫ হাজার মানুষ জড়ো হয়েছে। তারকদের মধ্যে লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর এই র্যাংলিতে যোগ দিয়েছেন বলে শোনা যায়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডে নানা ধরণের স্লোগান লিখে রাস্তায় দাড়িয়ে আছেন, গান করছেন অনেকে। গানের কথায় ট্রাম্পের নির্বাচনী স্লোগানকে ব্যঙ্গ করা হয়েছে।


প্রেসিডেন্ট ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ইস্যুকে তার ভাষায় ধাপ্পাবাজি বলে উল্লেখ করেছিলেন। এদিকে ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মধ্যেও পরিবেশের বিষয়ে প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কাজ সম্পন্ন করতে পারেন নি তিনি। আয়োজকরা বলছেন এই র্যাকলি জলবায়ু বিষয়ে যে বিতর্ক রয়েছে সেটাকে আবারো সামনে নিয়ে আসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন