আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের আরও ৪ হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত জুলাই মাসে ব্যর্থ গণঅভ্যুত্থান চেষ্টার তাদের সম্পৃক্তরার অভিযোগে এমন সিদ্ধান্ত নিল রিসেপ তাইয়েপ এরদোগানের সরকার। জরুরি ভিত্তিতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়,নতুন বরখাস্ত করা এই ৪ হাজারের মধ্যে বিচার মন্ত্রণালয়ের কর্মী এক হাজার,একই পরিমাণ সেনা কর্মী এবং শতাধিক বিমানবাহিনীর পাইলট রয়েছেন।
এর আগে,গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে বসবাসরত ধর্ম প্রচারক ফেতুল্লা গুলেনের সঙ্গে আঁতাত করে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ ৯ হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। যদিও অভ্যুত্থান চেষ্টার পর থেকে গুলেনকে দোষারোপ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন।