News71.com
 International
 29 Apr 17, 11:59 PM
 270           
 0
 29 Apr 17, 11:59 PM

যুক্তরাষ্ট্রে বাঙালি নারীর সাজে এক মার্কিন তরুণীর ট্রাম্পবিরোধী প্রতিবাদ।।

যুক্তরাষ্ট্রে বাঙালি নারীর সাজে এক মার্কিন তরুণীর ট্রাম্পবিরোধী প্রতিবাদ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে বাঙালি নারীর সাজে শাড়ি পরে ট্রাম্পবিরোধী প্রতিবাদ করেছেন মার্কিন এক তরুণী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড ও তার সরকারের নীতি-নির্ধারণের প্রতিবাদ করেছেন খোদ আমেরিকানসহ বিভিন্ন দেশের মানুষ। অনেক প্রতিবাদকারীর ভিড়ে আমেরিকান এক নারী বাঙালি নারীর সাজে ট্রাম্পবিরোধী ব্যতিক্রমধর্মী প্রতিবাদ নজরে আসে সবার। ওই তরুণীর নাম স্ট্যাসি জ্যাকব। গতকাল শনিবার ট্রাম্প শাসনামলের ১০০ দিন পূর্তি উপলক্ষে শাড়ি পরিহিত প্রতিবাদী এই তরুণী ট্রাম্পের কার্যক্রমের প্রতিবাদ জানান।

২০১৫ সালে তিনি ভারতে চেন্নাইয়ে পোশাক কারখানায় ভ্রমণে এসে ছয় গজ (১২ হাত) শাড়ির প্রেমে পড়ে যান। আরামদায়ক এ পোশাকটি তার মন কাড়ে। পরে শাড়ি পরা বিভিন্ন ছবি তুলে তিনি ইনস্ট্যাগ্রামে পোস্ট করেন। পরবর্তী সেই শাড়ি দিয়েই তার দেশের প্রেসিডেন্টের বিভিন্ন কার্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান স্ট্যাসি জ্যাকব। বিভিন্ন সময় শাড়ি পরা প্রতিবাদ সংবলিত ছবি 'স্টাজো ১২ (stajo12)'নামে একটি আইডি থেকে পোস্টও করেন।
৪৫তম প্রেসিডেন্ট হিসেবে চলতি বছর ২১ জানুয়ারি ট্রাম্পে শপথগ্রহণের দিন শিকাগো শহরের সড়কে নীল রঙের সূতি শাড়ি পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে সাতটি প্রধান মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। তখন শাড়ি পরা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রতিবাদে সোচ্চার হোন জ্যাকব। ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী দেশ কেক্সিকান সীমান্তে দেয়াল নির্মাণে প্রস্তাব করলে এই পোশাকে প্রতিবাদ জানান। প্রেসিডেন্ট ট্রাম্প তার কর ফেরত ঘোষণা প্রত্যাখ্যান এবং ধনীদের জন্য কর কর্তনের প্রস্তাবের প্রতিবাদে এ সাজ নেন জ্যাকব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন