আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সংঘাতপূর্ণ হেলমান্দ প্রদেশে আজ শনিবার আবারও মার্কিন মেরিন সৈন্য মোতায়েন করা হয়েছে। ২০১৪ সালে ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেয়ার পর এই প্রথমবারের মতো সংঘাতপূর্ণ এ দেশে আবারও মার্কিন নৌসেনা মোতায়েন করা হলো।
সুত্র জানান,আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন পপি চাষ খ্যাত এ প্রদেশে মর্যদাপূর্ণ মেরিন বাহিনীর সদস্যদের মোতায়েন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে আমেরিকান বাহিনীকে ২০১৪ সাল পর্যন্ত তুমুল লড়াইয়ের মুখোমুখি হতে হয়।
খবরে বলা হয়,প্রায় ৩০০ মেরিন সৈন্য এ প্রদেশে ন্যাটোর প্রশিক্ষণ, সহযোগিতা ও পরামর্শ কর্মসূচিতে অংশ নেবে। তালেবান ‘বসন্তকালীন হামলা’কর্মসূচির ঘোষণা দেয়ার একদিন পর মার্কিন মেরিন সৈন্য মোতায়েনের এ ঘোষণা দেয়া হলো।