News71.com
 International
 29 Apr 17, 09:50 PM
 192           
 0
 29 Apr 17, 09:50 PM

আফগানিস্তানের সংঘাতপূর্ণ হেলমান্দে ফের মার্কিন নৌসেনা মোতায়েন।।

আফগানিস্তানের সংঘাতপূর্ণ হেলমান্দে ফের মার্কিন নৌসেনা মোতায়েন।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের সংঘাতপূর্ণ হেলমান্দ প্রদেশে আজ শনিবার আবারও মার্কিন মেরিন সৈন্য মোতায়েন করা হয়েছে। ২০১৪ সালে ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেয়ার পর এই প্রথমবারের মতো সংঘাতপূর্ণ এ দেশে আবারও মার্কিন নৌসেনা মোতায়েন করা হলো।

সুত্র জানান,আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর কমান্ডার জেনারেল জন নিকোলসন পপি চাষ খ্যাত এ প্রদেশে মর্যদাপূর্ণ মেরিন বাহিনীর সদস্যদের মোতায়েন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে আমেরিকান বাহিনীকে ২০১৪ সাল পর্যন্ত তুমুল লড়াইয়ের মুখোমুখি হতে হয়।

খবরে বলা হয়,প্রায় ৩০০ মেরিন সৈন্য এ প্রদেশে ন্যাটোর প্রশিক্ষণ, সহযোগিতা ও পরামর্শ কর্মসূচিতে অংশ নেবে। তালেবান ‘বসন্তকালীন হামলা’কর্মসূচির ঘোষণা দেয়ার একদিন পর মার্কিন মেরিন সৈন্য মোতায়েনের এ ঘোষণা দেয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন