আন্তর্জাতিক ডেস্কঃ কেউ লিখেছেন তু শায়ের হ্যায়,ম্যায় তেরি শায়েরি.. কোন শিক্ষার্থী লিখেছেন “ও কখনও আমার কথা শুনে চলে না,ও শুধু নিজের কথায় চলে..। আর যারা কোন রোমান্টিক গান বা শায়েরি সেই মুহুর্তে মনে করতে পারেনি তারা আজেবাজে ও কুরুচিকরপূর্ণ কিছু শব্দ দিয়ে নিজের উত্তর পত্র ভরিয়েছেন। অভিনব এই ঘটনা ঘটিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট ল’কলেজের কয়েকজন শিক্ষার্থী। তারা ভেবেছিল এভাবেই বুঝি নিজেদের যন্ত্রণার কথা প্রকাশ করে শিক্ষকের মন আদায় করতে পারবেন। কিন্তু ফল হল উল্টা। আজেবাজে শব্দ দিয়ে উত্তরপত্র ভরাটের অভিযোগে দুই নারী শিক্ষার্থীসহ ১০ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সুত্র জানায়,গত বছরের শেষের দিকে ওই ল’কলেজের ১৮১ জন শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় বসে এবং ৭২ জন শিক্ষার্থী তাদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসে। ফল বেরোয় চলতি বছরের ১৫ জানুয়ারি। তাতে দেখা যায় দ্বিতীয় সেমিস্টারে পাশ করেছে ২৫ জন শিক্ষার্থী আর চতুর্থ সেমিস্টারে মাত্র একজন পাশ করেছে। অধিকাংশ শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর ছিল শূণ্য। উত্তরপত্র খতিয়ে দেখতেই দেখা যায় ১০ জন শিক্ষার্থী তাদের উত্তরপত্রে পরীক্ষা সম্পর্কিত কোন বিষয় উল্লেখ না করে সেখানে গান, শায়েরি, কুরুচিকর শব্দ দিয়ে উত্তরপত্র ভরিয়েছে। পরীক্ষায় এই নম্বর পেয়ে স্বভাবতই উত্তেজিত হয়ে ওঠে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা। উত্তেজিত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস এবং কলেজের কার্যকরী অধ্যক্ষ দুর্জয় কুমার দেব’এর ঘরে ভাঙচুর চালায়। শিক্ষার্থীদের অভিযোগ তাদের উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করা হয় নি।
এই কলেজটি যেই বিশ্ববিদ্যালয়ের অধীন সেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র জানান ‘শিক্ষার্থীদের উত্তরপত্র দেখে একটা জিনিস পরিস্কার যে পরীক্ষার উত্তর সম্পর্কে তাদের কোন ধারণা ছিল না। পরীক্ষা হলের মধ্যে সময় নষ্ট করে উত্তরপত্রে তারা আজেবাজে কথা এমনকি কুরুচিকর শব্দও লিখেছে। শিক্ষার্থীদের জানা উচিত যে কোনটা বৈধ আর কোন অবৈধ। সুপরিকল্পিতভাবে একটা প্রতিষ্ঠানে ভাঙচুড় চালানোটা অবৈধ।