News71.com
 International
 29 Apr 17, 01:54 PM
 216           
 0
 29 Apr 17, 01:54 PM

অসুস্থ তরুণীর ট্যুইট বার্তায় সাড়া দিয়ে চিকিৎসার দায়িত্ব নিলেন তৃনমুল সাংসদ অভিষেক ও দেব।।

অসুস্থ তরুণীর ট্যুইট বার্তায় সাড়া দিয়ে চিকিৎসার দায়িত্ব নিলেন তৃনমুল সাংসদ অভিষেক ও দেব।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বলিউড তারকা আমির খান বা সলমন খান সাড়া দেননি। সাড়া মেলেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের থেকেও। এহেন পরিস্থিতিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওই দলেরই সাংসদ-অভিনেতা দীপক অধিকারীর (দেব) টুইটার হ্যান্ডল থেকে আসা জবাবে বিরাটির টুইঙ্কল দাসের পিএইচডি করার ফিকে স্বপ্ন আচমকাই রঙিন হয়ে উঠেছে। ২৬ বছর বয়সি টুইঙ্কলের দুটি কিডনিই খারাপ। প্রতিস্থাপনের জন্য দরকার সাত লক্ষ টাকা।পেশায় ট্যাক্সিচালক টুইঙ্কলের বাবা সত্যজিতের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। অর্থ সাহায্যের আশায় মোদী-স্বরাজ-আমির-সলমনকে টুইট করেছিলেন টুইঙ্কল। সুস্থ হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে অভিষেক এবং দেবকেও টুইট করেছিলেন তিনি। শেষপর্যন্ত সাড়া পেয়েছেন অভিষেক ও দেবের থেকেই।

ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর প্রথম হয়েছিলেন টুইঙ্কল। ২০১৪ সালে অসুস্থ হয়ে পড়েন।রক্তচাপজনিত সমস্যা থাকায় চিকিৎসকেরা প্রথমে অনুমান করেছিলেন হৃদরোগ। পরে জানা যায়,সমস্যা কিডনির। টুইঙ্কলের মা মিতার কথায়,যখন অসুখটা ধরা পড়ল তখন অনেক দেরি হয়ে গিয়েছে। টানাটানির সংসার। মেয়ের দুটি কিডনিই খারাপ। চিকিৎসকেরা জানিয়েছেন,কিডনি প্রতিস্থাপনের জন্য প্রায় ৭লক্ষ টাকা দরকার। ওর বাবা টাকার জন্য পাগলের মতো ছুটছে। ৩মাস ধরে ট্যাক্সি চালানো বন্ধ করে দিয়েছে।

মেয়ের বিয়ের জন্য জমানো অর্থ এবং সোনা ভাঙিয়েই আপাতত টুইঙ্কলের চিকিৎসা চালাচ্ছেন তাঁর বাবা-মা। গত মঙ্গলবারই একটি বেসরকারি হাসপাতাল থেকে ডায়ালিসিস করিয়েই বাড়ি ফিরেছেন টুইঙ্কল। তাঁর কথায়,পিএইচডিতে সুযোগ পেয়েছি। কিন্তু ফিল্ড ওয়ার্ক করতে পারব না। যদি কেউ অর্থ সাহায্য করেন তবে বাঁচব। বাঁচতে চাই আর পড়তে চাই। অভিষেকবাবু এবং দেবের অফিসে চিকিৎসার কাজগপত্র জমা দেওয়া হয়েছে। দেখা যাক কোনও সাহায্য পাই কিনা। অভিষেককে পাঠানো টুইটের জবাবে সাংসদ লিখেছেন,তোমার কনট্যাক্ট নম্বর পাঠাও। যতটা পারি নিশ্চয়ই করব। মিতা বলেন,সপ্তাহে ৩বার ডায়ালিসিসে খরচ হয় ৪হাজার টাকা। তবে,এইভাবে কতদিন টানতে পারব,জানি না? দেবের ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমার স্বামী নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরেও যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন