News71.com
 International
 29 Apr 17, 01:47 PM
 185           
 0
 29 Apr 17, 01:47 PM

ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল এক শিশু ও ১২ তরুণী

ভারতে আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল এক শিশু ও ১২ তরুণী

নিউজ ডেস্কঃ ভারতে আড়াই বছর কারাভোগের পর দেশে ফিরেছে এক শিশু ও ১২ বাংলাদেশি তরুণী। শুক্রবার রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রাত সাড়ে আটটায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করেন।

 

ফিরে আসা বাংলাদেশিরা হলেন- নড়াইলের শিমুল শেখের মেয়ে শামিমা খাতুন (২০), একই জেলার জাবের আলীর মেয়ে সাগরিকা খাতুন (১৯),যশোরের নুর ইসলামের মেয়ে রুনা খাতুন ডলি (২১) ও তার শিশুকন্যা রুমি (৪), মাগুরার হেলাল উদ্দিনের মেয়ে রেণু খাতুন (১৮), ঝিনাইদহের শাহজাহানের মেয়ে মাজেদা খাতুন (১৯), রাজবাড়ীর আমজাদ আলীর মেয়ে মালা খাতুন (১৮), নীলফামারীর সেকেন্দারের মেয়ে পায়েল (১৭), ঠাকুরগাঁওয়ের বরকত আলীর মেয়ে লাইজু (১৮), নারায়ণগঞ্জের আলী হোসেনের মেয়ে সাহিদা (১৯), ঢাকার শাহ আলমের মেয়ে শাহনাজ (২০), ফরিদপুরের শেখ ছলেমানের মেয়ে রেণু বেগম (১৮) এবং বাগেরহাটের আজগর আলীর মেয়ে তহমিনা (১৯)।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ বলেন, ‘ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে ভারতের মুম্বাই যাওয়ার পর দেশটির পুলিশ এসব তরুণীকে আটক করে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দেশটির আদালত তাদের আড়াই বছর করে সাজা দেন। সাজা শেষে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজম্ব শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোলে তাদের গ্রহণ করেন ঢাকা আহছানিয়া মিশন নামে একটি এনজিও।’

 

ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া কো-অর্ডিনেটর শেফালী খানম জানান, ফেরত আসা তরুণীদের সংস্থার যশোরে অবস্থিত শেল্টারহোমে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন