News71.com
 International
 29 Apr 17, 01:39 PM
 193           
 0
 29 Apr 17, 01:39 PM

ভারতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিসহ ৭বিচারপতির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা।।

ভারতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিসহ ৭বিচারপতির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিসহ ৭বিচারপতির দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার এয়ার কন্ট্রোল অথরিটিকে এমনই নির্দেশিকা জারি করেন বিচারপতি সি এস কারনান। নির্দেশিকায় বলা হয়েছে- তাদের বিরুদ্ধে মামলার রায় না দেওয়া পর্যন্ত তারা দেশত্যাগ করতে পারবেন না। কলকাতার নিউটাউনে নিজের বাড়িতেই আদালত বসিয়ে এই নির্দেশিকা জারি করেন বিচারপতি কারনান।

গত ১৩ এপ্রিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জেএস খেহর এবং আরো ৬ বিচারপতি দীপক মিশ্র,জে চেলামেশ্বর,রঞ্জন গগৈ,মদন বি লকুড়,পিণাকীচন্দ্র ঘোষ এবং ক্যুরিয়ান জেসপের বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করেন। এই ৭বিচারপতিকেই ২৮ এপ্রিলের মধ্যে তার বাড়িতে বসানো বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কারনান।

এই ৭বিচারপতিই দুর্নীতির কারনানের বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। ৪সপ্তাহের মধ্যে তার জবাবও তলব করেছিল সুপ্রিমকোর্ট। এবং ১ মে তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই পাল্টা মামলা করেন কারনান। সেই মামলায় এই নির্দেশিকা জারি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন