News71.com
 International
 29 Apr 17, 01:29 PM
 172           
 0
 29 Apr 17, 01:29 PM

আফগানিস্তানে আবারও যুদ্ধ ঘোষণা করল তালেবান

আফগানিস্তানে আবারও যুদ্ধ ঘোষণা করল তালেবান

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে আবারও স্প্রিং অফেনসিভ (বসন্তের যুদ্ধ) ঘোষণা করেছে তালেবান জঙ্গিরা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মনসৌরি। ২০১৬ সালে মার্কিন ড্রোন হানায় মৃত তালেবান জঙ্গি নেতা মনসৌরির নাম এই অভিযানের নামকরণ হয়েছে বলে জানিয়েছে তারা।গতকাল শুক্রবার জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে,এই অপারেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে আফগানিস্তানে থাকা ন্যাটো ও বিদেশি সৈন্যদের উপর হামলা চালানো। তাদের সামরিক ও কৌশলগত ভাবে বিপর্যস্ত করা। এবং এর জন্য গেরিলা যুদ্ধও চালানো হবে। শেষ বিদেশি সৈন্য থাকা পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছে তালেবান।

এছাড়া,আত্মঘাতী হামলা চালিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। আফগান সেনাবাহিনী ও পুলিশের মধ্যে লুকিয়ে থাকা তালেবান জঙ্গিরা প্রয়োজনে এমন হামলা চালাবে বলেও জানিয়েছে তালেবান জঙ্গিরা। জানা গেছে,২০০১ সালে আফগানিস্তানে মার্কিন হামলার পর থেকেই আফগান নিরাপত্তারক্ষীদের মধ্যে অনেকেই তালিবানকে গোপনে সমর্থন জানিয়েছে। সেনাঘাঁটি ও পুলিশের উপর আত্মঘাতী হামলা চালানোর পিছনেও রয়েছে ওই সমর্থকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন