আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে প্রচুর অস্ত্র বানাতে চলেছে ভারত। কি অস্ত্র সে বিষয়ে এখনও আলোচনা হয়নি। তবে আগামীদিনে দুই দেশের সামরিক সম্পর্কে যে আরও মজবুত হচ্ছে,সেব্যাপারে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান,ভবিষ্যতে ভারতে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার পরিকল্পনা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই এই পরিকল্পনার কথা জানান জেটলি।
ইতিমধ্যেই শুরু হয়েছে যৌথ প্রজেক্ট। যৌথ উদ্যোগে Kamov-226T তৈরির জন্য ১০০ কোটি ডলারের একটি প্রজেক্ট শুরু হচ্ছে। চলতি মাসেই যার অনুমোদন দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্দো-রাশিয়ান হেলিকপ্টার প্রাইভেট লিমিটেড তৈরির কথা চূড়ান্ত হয়েছে। এই প্রজেক্টে ৪৯.৫ শতাংশ শেয়ার থাকবে রাশিয়ান সংস্থা ‘সরটেক কর্প’-এর, আর ভারতের ‘হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডে’-এর থাকবে ৫০.০ শতাংশ শেয়ার। এই চুক্তি তৈরি হয়ে ২০০টি Kamov-226T. যার মধ্যে ৬০টি নেওয়ার হবে রাশিয়ারে কাছ থেকে। ৪০টি হেলিকপ্টার অ্যাসেম্বল করা হয়ে ভারতে। আর বাকি ১০০টি সম্পূর্ণভাবে তৈরি হবে ভারতের মাটিতে।
Sukhoi-30 MKI ফ্লিট তৈরি করতে রাশিয়া থেকে প্রযুক্তি আনতে হয়েছে ভারতকে। চলতি বছরের মার্চ মাসে ভারতীয় সংস্থা HAL-এর সঙ্গে রাশিয়ার সংস্থা OEM-এর চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী,আগামী ৫বছর ভারতকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করবে মস্কো।