News71.com
 International
 29 Apr 17, 12:35 AM
 293           
 0
 29 Apr 17, 12:35 AM

সীমান্তে গুলি চালনা বন্ধ না হলে পাকিস্তানকে ইরানের দেখে নেয়ার হুমকি।।

সীমান্তে গুলি চালনা বন্ধ না হলে পাকিস্তানকে ইরানের দেখে নেয়ার হুমকি।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে গুলি চালনা বন্ধ না হলে দেখে নেব তোমাদের। ক্ষুব্ধ ইরান সরকারের পক্ষে এরকমই ধমক খেল পাকিস্তান। দুই প্রতিবেশী রাষ্ট্রের সীমান্ত উত্তেজনা ক্রমশই বাড়ছে। তারই জেরে ইসলামি প্রজাতন্ত্র ইরান কড়া প্রতিক্রিয়া দিল পাকিস্তানের রাষ্ট্রদূতকে। পাকিস্তানের বেলুচিস্তান ও ইরানের সিস্তান-বেলুচিস্তান সীমান্তে জঙ্গিদের গুলিতে ১০ ইরানি সীমান্তরক্ষীর মৃত্যু হয়।

পরে ইরানের পুলিশ দাবি করে,পাকিস্তানের দিক থেকে দূরপাল্লার বন্দুক থেক গুলি করা হয়েছে ইরানি রক্ষীদের। এর দায় পাক সরকারের। সীমান্তে গুলি চালনা পর থেকেই ইসলামাবাদ-তেহরান সম্পর্ক তিক্ত হয়। কূটনৈতিক উপায়ে এবার ইরান সরকার পাকিস্তানকে সমঝে চলার বার্তা দিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন