News71.com
 International
 29 Apr 17, 12:32 AM
 217           
 0
 29 Apr 17, 12:32 AM

ভারতে আশ্রয় চাইলেন পাকিস্তানি আইএসআই চর মহম্মদ রফিক।। ‌

ভারতে আশ্রয় চাইলেন পাকিস্তানি আইএসআই চর মহম্মদ রফিক।।  ‌

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেকে আইএসআই চর বলে দাবি করলেন এক পাকিস্তানি নাগরিক। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার এরকম একটি ঘটনা ঘটল। ওই ব্যক্তি বিমানবন্দরের ডেস্কে এসে বলেন,হ্যালো,আমি আইএসআই চর। কিন্তু আমি আর চরবৃত্তি করতে চাই না এবং ভারতেই থেকে যেতে চাই।

পাকিস্তানের বাসিন্দা মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক আজ শুক্রবার বিমানবন্দরের হেল্পডেস্কে গিয়ে জানান,তিনি পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ইন্টার সার্ভিস ইন্টালিজেন্স বা আইএসআইয়ের বিষয়ে কিছু তথ্য জানাতে চান। মহম্মদ রফিকের মুখে এই কথা শোনার পরেই বিমানবন্দর কর্তৃপক্ষ খবর দেয় নিরাপত্তা রক্ষীদের। তারা এসে ওই পাকিস্তানিকে আটক করে। খবর দেওয়া হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।

ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে,৩৮ বছরের রফিক এয়ার ভারতের বিমানে দুবাই থেকে দিল্লি আসেন। দিল্লি থেকে তার কাঠমান্ডুর বিমান ধরার কথা ছিল। কিন্তু তিনি পরবর্তী বিমানে কাঠমান্ডু না গিয়ে দিল্লি বিমনাবন্দরের হেল্পডেস্কে গিয়ে হাজির হন।

রফিককে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পারে,রফিকের সঙ্গে আইএসআইয়ের যোগ রয়েছে। তবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভারতেই পাকাপাকিভাবে থাকবেন। আপাতত রফিককে একটি অজ্ঞাতস্থানে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন