আন্তর্জাতিক ডেস্কঃ বিমানবন্দরে যাত্রীদের ফেলে রেখেই উড়ে গেল বিমান। আবার বিতর্কে উড়ান সংস্থা স্পাইস জেট। চেন্নাই থেকে স্পাইস জেটের বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল ১৪ যাত্রীর। গোয়ায় তাদের বিমান বদল করতে হত। কিন্তু চেন্নাই থেকে গোয়া আসার বিমানটি প্রায় ২ঘণ্টা দেরি করে। আর নির্দিষ্ট সময়ে গোয়া থেকে দিল্লি উড়ে যায় কানেক্টিং বিমানটি। বিমানবন্দরেরই কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন যাত্রীরা। পরে তাদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।
সূত্রের খবর,স্পাইস জেটের চেন্নাই–গোয়া এসজি ৩১০৫ বিমানটি প্রযুক্তিগত কারণে ছাড়তে দেরি করে। তাদের বলা হয় পরের বিমান রাত ৮টায়। ততক্ষণ বিমানবন্দরে বসতে রাজি হননি যাত্রীরা। তাই বিকেলে তাদের জন্য অন্য সংস্থার বিমানে টিকিট কেটে দেয় স্পাইস জেট।
স্পাইস জেটের এই কাণ্ড এবারই প্রথম নয়। ২০১৫ সালের ২১ এপ্রিল এক যাত্রী অনলাইনে টিকিট কাটা সত্ত্বেও তার থেকে হার্ড কপি চাওয়া হয়। তিনি তা দেখাতে অপারগ হওয়ায় তাকে বিমান ধরার বোর্ডিং পাস দেওয়া হয়নি। টিকিটের মূল্য না ফেরানোয় সংস্থার এমডির;র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।