News71.com
 International
 28 Apr 17, 09:52 PM
 252           
 0
 28 Apr 17, 09:52 PM

সন্ত্রাস না থামালে পাকিস্তানকে সামরিক সাহায্য দেবে না ওয়াশিংটন।।  

সন্ত্রাস না থামালে পাকিস্তানকে সামরিক সাহায্য দেবে না ওয়াশিংটন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ যদি পাকিস্তান সন্ত্রসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু না করে, তাহলে আমেরিকার সব সাপোর্ট দেওয়া বন্ধ করে দেওয়া উচিৎ। আজ শুক্রবার একটি গ্লোবাল থিংক ট্যাংক এমনটাই জানিয়েছে। ইসলামাবাদকে চাপে রাখতে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তালেবানদের বিরুদ্ধে লড়াইতে আমেরিকা এইভাবেই চাপ দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি এই পাকিস্তান। এই থিংক ট্যাংক গবেষণা চালিয়ে দেখেছে যে ওয়াশিংটনই একমাত্র যারা পাকিস্তানকে চাপে রাখতে সক্ষম। কাবুল ও তালেবান নিয়ে কথা উচিৎ বলেও মনে করছে তারা। আর কাবুল ও নয়াদিল্লির যোগাযোগটা মোটেই ভালোভাবে দেখছে না ইসলামাবাদ।

অন্যদিকে,নওয়াজের দেশকে ‘সন্ত্রাসবাদের মদতদাতা দেশ’হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আগেই মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের এক প্রভাবশালী সদস্য এই বিল পেশ করেন গত মার্চ মাসে। এই বিল গ্রহণ করা না হলে তার কারণ জানিয়ে ৯০ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে আমেরিকা সরকারকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন