News71.com
 International
 28 Apr 17, 09:51 PM
 232           
 0
 28 Apr 17, 09:51 PM

ইজরায়েলি হামলা মোকাবেলায় রাশিয়ার সঙ্গে আলোচনায় সিরিয়া।।  

ইজরায়েলি হামলা মোকাবেলায় রাশিয়ার সঙ্গে আলোচনায় সিরিয়া।।   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার মাটিতে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঘিরে বিতর্ক বাড়ছে। এরই মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার কথা ঘোষণা করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। তিনি জানালেন,ইজরায়েলের বিমান বা মার্কিন ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় রাশিয়ার সঙ্গে আলোচনা করাই স্বাভাবিক।

গতকাল বৃহস্পতিবার দামাস্কাস আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে প্রবল বিস্ফোরণ হয়। পরে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা দাবি করে,দামাস্কাসে তাদের অস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। অন্যদিকে আরব দুনিয়ার বিভিন্ন মাধ্যমের খবর,ইজরায়েলের লক্ষ্যবস্তু ওই ঘাঁটিতে ইরান থেকে আনা অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। সেখানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় অনেক ক্ষতি হয়েছে।

সিরিয়া সরকার বনাম বিদ্রোহী গোষ্ঠী ও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি সিরিয়া সংকট নামে পরিচিত। সিরিয়ায় ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকারের পক্ষ নিয়েছে আরব দুনিয়ার জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। লেবানন থেকে পরিচালিত এই সংগঠনটি চরম ইজরায়েল বিরোধী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন