News71.com
 International
 28 Apr 17, 10:54 AM
 234           
 0
 28 Apr 17, 10:54 AM

ভারতের মুম্বাই হামলায় জড়িত নয় হাফিজ সাইদ।। পাকিস্তান

ভারতের মুম্বাই হামলায় জড়িত নয় হাফিজ সাইদ।। পাকিস্তান

 

আন্তর্জাতিক ডেস্কঃ মুম্বই হামলায় লস্কর-ই-তোইবা প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের যোগসাজশের কোনো প্রমাণ পায়নি পাকিস্তান। তাই জামাত উদ দাওয়ার এই জঙ্গির বিষয়ে দিল্লির কাছে আরও বড় প্রমাণ চাইল ইসলামাবাদ। সেই সঙ্গে নতুন করে তদন্তেরও দাবি জানিয়েছে দেশটি। ভারতের বাণিজ্য নগরী মুম্বইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরে ভয়াবহ এক জঙ্গি হামলা হয়। তদন্তে উঠে আসে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তোইবার নাম। এ বিষয়ে পাকিস্তানের কাছে সেই হামলার ফের তদন্ত এবং লস্কর প্রধান হাফিজ সাইদের বিচারের দাবি করে ভারত। এর জবাবে ইসলামাবাদ জানিয়েছে,২৪ জন ভারতীয় সাক্ষীর বিবৃতি নথিভুক্ত করা বাদে মামলার যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত। মামলা অনেক দূর এগিয়ে গিয়েছে। এই অবস্থায় পুনর্বিচার সম্ভব নয়। ভারত যদি মামলার সমাপ্তি চায়,তবে পাকিস্তানে সাক্ষীদের পাঠাক,তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য। একইসঙ্গে পাকিস্তানের আরও দাবি,মুম্বাই হানায় জড়িত একমাত্র জীবিত ধরা পড়া জঙ্গি আজমল কাসভ একবার হাফিজ সাইদের সঙ্গে দেখা করেছিল। এর মানে এই নয় যে হাফিজের পরামর্শেই মুম্বইয়ে হামলা চালায় কাসভ।

এদিকে,পাকিস্তানের এরকম জবাবে স্বভাবতই ক্ষুব্ধ ভারত। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, যে মুম্বই হানায় ১৬৬ জন নিহত হয়েছেন,তার চক্রান্ত,রূপায়ণ ও হামলায় যুক্তদের সবাইকে সাজা দেওয়া পাক সরকারের দায়িত্ব। এটা খুবই উদ্বেগের যে,ঘটনার ৮ বছর পরও হামলার নায়করা পাকিস্তানে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে,তাদের কিছুই হল না। উল্লেখ্য,মুম্বই হামলার ব্যাপারে আগে গৃহবন্দি করা হয়েছিল সাইদকে,কিন্তু পর্যাপ্ত প্রমাণ না মেলায় তাঁকে ২০০৯ সালে অব্যাহতি দেয় পাক আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন