News71.com
 International
 28 Apr 17, 09:58 AM
 226           
 0
 28 Apr 17, 09:58 AM

আফগানিস্তানে আইএসের গুলিতে দুই মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে আইএসের গুলিতে দুই মার্কিন সেনা নিহত

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে ইসলামিক স্টেট(আইএস) বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগন এ খবর নিশ্চিত করেছে। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস জানান, আফগানিস্তানের নানগাহার প্রদেশের আচিন জেলায় আইএস জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুই মার্কিন সেনা নিহত হন।

চলতি মাসের শুরুর দিকে ৩৭ বছর বয়সী মার্কিন সেনা কর্মকর্তা সার্জেন্ট মার্ক ডি অ্যালেনকার একই প্রদেশে নিহত হয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস আফগান সফরে যাওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটল। সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের আচিন জেলায় মাদার অব অল বম্বস নিক্ষেপ করেছিল। সেই এলাকায়ই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন