News71.com
 International
 27 Apr 17, 11:36 AM
 215           
 0
 27 Apr 17, 11:36 AM

তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮।।

তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ২৮।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের অবস্থান লক্ষ্য করে গত মঙ্গলবার তুরস্কের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,নিহতদের অধিকাংশই কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এর সদস্য। এরা সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট'র বিরুদ্ধে লড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে তুরস্ক দাবি করেছে, সীমান্তের কাছে সন্ত্রাসীদের অভয়াশ্রমে হামলা চালানো হয়েছে।

অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান জানান,হাসাকেহ্ প্রদেশের আল-মালিকিয়াহ্ শহরে একটি মিডিয়া সেন্টার ও অন্যান্য ভবনে এই হামলা চালানো হয়। এই হামলায় ১৯ জন আহত হয়েছেন। এদিকে ওয়াইপিজি মুখপাত্র রেদুর খলিল জানান,তুরস্কের হামলায় ২০ সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন