আন্তর্জাতিক ডেস্কঃ ইরান-পাকিস্তান সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-র ওয়েবসাইটে বলা হয়েছে।
ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মিরজাভেহ শহরের কাছে ঘটা এ সংঘর্ষে আরো ৪ইরানি সীমান্তরক্ষী আহত হয়েছে। ইরানি প্রতিবেদনগুলোতে ঘটনার জন্য জইশ আল-আদল জঙ্গিগোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এই গোষ্ঠীটির সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ তেহরানের। গোষ্ঠীটি প্রায়ই সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালায়।