News71.com
 International
 26 Apr 17, 07:02 PM
 250           
 0
 26 Apr 17, 07:02 PM

পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে ভেঙে পড়ল অস্থায়ী জেটি, প্রাণ গেল ৩ জনের।।

পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে ভেঙে পড়ল অস্থায়ী জেটি, প্রাণ গেল ৩ জনের।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশিচমবঙ্গের হুগলি জেলার ভদ্রশরে গঙ্গা নদীতে ভেঙে পড়ল অস্থায়ী জেটি। এতে নিহত হয়েছে ৩ জন,নিখোঁজ রয়েছে বেশ কয়েজন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তেলেনিপাড়া অস্থায়ী জেটিতে তখন পারাপারের জন্য অপেক্ষা করছিলেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। আচমকাই ভেঙে পড়ে সেই জেটিটি। এরপর গঙ্গার পানিতে তলিয়ে যায যাত্রীরা। সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। কয়েকজন সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু সাঁতার কাটতে সক্ষম না হওয়ার কারণে মৃত্যু হয় ৩জনের।   

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যায় ভদ্রেশ্বর থানার পুলিশ,দুর্যোগ মোকাবিলা দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। পরে পানি থেকে ৩জনের লাশ উদ্ধার করা হয় এবং প্রায় ২০ জনকে জীবীত উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ভদ্রেশ্বরের দুর্ঘটনায় আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নিহতের পরিবার পিছু ২লাখ ও আহতদের ২৫ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়া বলে  জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন