News71.com
 International
 26 Apr 17, 06:12 PM
 253           
 0
 26 Apr 17, 06:12 PM

ভয়াবহ দুর্ঘটনায় পড়ল বিশ্বের দ্রুততম যুদ্ধবিমান MiG-31

ভয়াবহ দুর্ঘটনায় পড়ল বিশ্বের দ্রুততম যুদ্ধবিমান MiG-31

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল MiG-31 যুদ্ধবিমান। পশ্চিম সাইবেরিয়ায় রাশিয়ান রিপাবলিক অফ বুর্জাতিয়ায় ভেঙে পড়ে এই যুদ্ধবিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সূত্রে জানা গেছে,দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়লেও সৌভাগ্যক্রমে বিমানের ২জন পাইলটই বেঁচে গেছেন। তাঁদের অবস্থা স্বাভাবিক রয়েছে। সূত্রের খবর,রাশিয়ার তেলেম্বা এয়ারফিল্ডের উপর একটি ট্রেনিং ফ্লাইট শেষ করছিলেন ওই দুই এয়ারফোর্স পাইলট। তখনই এই দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে বলে রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর।

উদ্ধারকাজের জন্য সঙ্গে সঙ্গে একটি হেলিকপ্টার পাঠানো হয় ঘটনাস্থলে। একটি মরুভূমির মত জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে। তৎপরতার সঙ্গে উদ্ধার করা হয় দুই পাইলটকে। তাঁদের প্রাণের কোনও আশঙ্কা নেই। রাশিয়ার যুদ্ধবিমান MiG-31 বর্তমানের বিশ্বের দ্রুততম এয়ারক্রাফট। সর্বোচ্চ ৩০ হাজার মিটার উচ্চতায় উড়তে পারে এটি। নিচের দিকে থাকা স্যাটেলাইট লক্ষ্য করেই গুলি চালাতে পারে এই এয়ারক্রাফট। শব্দের থেকে ৫গুণ দ্রুতগামী কোনও বস্তুকেও  ধ্বংস করে দিতে পারে MiG-31.

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন