News71.com
 International
 26 Apr 17, 05:47 PM
 295           
 0
 26 Apr 17, 05:47 PM

ইউরোপের জন্য চিরকাল অপেক্ষা করবে না তুরস্ক ।। প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান

ইউরোপের জন্য চিরকাল অপেক্ষা করবে না তুরস্ক ।। প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপের দরজায় প্রবেশের জন্য তুরস্ক চিরকাল অপেক্ষা করবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। যদি কিছু সদস্য দেশে ইসলামফোবিয়া বাড়তে থাকে এবং তারা যদি বৈরীতা অব্যাহত রাখে তাহলে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের আলোচনা থেকে সরে আসবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

প্রেসিডেন্টে ক্ষমতার পরিধি বাড়ানোর গণভোটে জয় পাওয়ার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন,ইউরোপীয় মানবাধিকার সংস্থা তুরস্ককে যে পর্যবেক্ষণের তালিকায় রেখেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আঙ্কারা এই পদক্ষেপকে অনুমোদন করে না। এরদোয়ান আরও বলেন,ইইউ তুরস্কের জন্য তাদের দরজা বন্ধ করছে কিন্তু তুরস্ক তার দরজা কারো জন্য বন্ধ করেনি।

এছাড়া ইউরোপে প্রবেশের বিষয়ে উল্লেখিত ১৯৬৩ সালের আঙ্কারা চুক্তির উল্লেখ করে তিনি বলেন,তারা যদি গুরুত্বের সঙ্গে কাজ না করে তাহলে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। আমাদেরকে কেন দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে? আমরা ৫৪ বছর ধরে কথা বলছি। উল্লেখ্য,ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারি অধিবেষনে এর আগে বলা হয়েছিল, গত বছর ব্যর্থ  সামরিক অভ্যুত্থানের পর এরদোয়ান সরকার তুরস্কে ব্যাপক হারে গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে। অধিবেষনে মানবাধিকার লঙ্ঘন ও এরদোয়ানের ক্ষমতা কেন্দ্রীভূত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন