আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ে স্বাধীনতাপন্থী সক্রিয় দুই অ্যাক্টিভিস্টকে আজ বুধবার গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এর আগে আইনপ্রণেতা হিসেবে আসন গ্রহণ থেকে বিরত থাকতে গত বছর তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
দুই অ্যাকিভিস্টের দল ইয়ংস্পিরেশনের ফেসবুক পেইজে বলা হয়,বোগিও লিউং ও ইয়াউ ওয়াই-চিংকে বুধবার সকালে তাদের অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ'করায় অভিযোগ করা হয়েছে। ২০১৪ সালে বিক্ষোভের ঘটনায় গত মাসে গণতন্ত্রপন্থী সক্রিয় ৯ অ্যাক্টিভিস্টকে অভিযুক্ত করার পর সর্বশেষ এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।