আন্তর্জাতিক ডেস্কঃ চীন প্রথমবারের মতো দেশে নির্মিত একটি বিমানবাহী রণতরী সমুদ্রে নামিয়েছে। রণতরীটির নকশাও চীনেই করা হয়েছে। আজ বুধবার দেশটির গণমাধ্যমে একথা বলা হয়েছে।
চীন তার নৌবাহিনীকে মাঝ সমুদ্রে শক্তি প্রদর্শনে সক্ষম করার জন্য যে পরিকল্পনা নিয়েছে এটি তারই অংশ। সুত্র জানায়,উত্তর-পূর্বাঞ্চলীয় সমুদ্র বন্দর দালিয়ানে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রণতরীটিকে ডক থেকে সমুদ্রে নামানো হয়।