News71.com
 International
 26 Apr 17, 01:07 PM
 224           
 0
 26 Apr 17, 01:07 PM

ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয়রথ অব্যাহত।।

ভারতীয় জনতা পার্টি বিজেপির বিজয়রথ অব্যাহত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তরপ্রদেশ জয়ের পর দিল্লি পুরসভার দখল নিতে চায়  ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ২৩ এপ্রিল দিল্লির ৩টি পুরসভার (উত্তর,পূর্ব,দক্ষিণ) মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টি আসনে ভোট হয় (উত্তর ও পূর্ব দিল্লির একটি করে আসন বাদে)। 

আজ বুধবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। এখনও পর্যন্ত ১৭৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ৪২টি আসনে এগিয়ে রয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৫টি আসনে। ত্রিমুখী এই নির্বাচনে প্রথম থেকেই ফেভারিট ছিল বিজেপি।বুথ ফেরত জরিপেও বিজেপির জয়ের দিকে পাল্লা ভারী ছিল। এবার জয় পেলে এনিয়ে টানা ৩বার দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করবে মোদি-অমিত শাহের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন