News71.com
 International
 26 Apr 17, 12:20 PM
 232           
 0
 26 Apr 17, 12:20 PM

কৃত্রিম গর্ভ তৈরি করল মার্কিন বিজ্ঞানীরা

কৃত্রিম গর্ভ তৈরি করল মার্কিন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক: এবার কৃত্রিম গর্ভ তৈরি করল মার্কিন বিজ্ঞানীরা। ভবিষ্যতে প্রিম্যাচিউর বা অকালে জন্ম নেয়া শিশুদের বাঁচিয়ে রাখতে এটা ব্যবহার করা যাবে। এই `অতিরিক্ত-জরায়ু সহায়তা` যন্ত্রটি ভেড়ার ওপর পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। গবেষকরা বলছেন, তাদের উদ্দেশ্য হলো প্রিম্যাচিউর শিশুদের ফুসফুস এবং অন্যান্য প্রত্যঙ্গ যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে সেটা নিশ্চিত করা।

এই যন্ত্রটি মূলত একটি প্লাস্টিক ব্যাগ, যার ভেতরে রয়েছে কৃত্রিম অ্যামনিওটিক ফ্লুইড। এটার ভেতরের পরিবেশ অনেকটা জরায়ুর ভেতরের পরিবেশের মতো। বিজ্ঞানীর ধারণা করছেন, আর তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানবদেহে পরীক্ষা করে দেখবার জন্য প্রস্তুত করা যাবে এটিকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন