News71.com
 International
 21 Apr 17, 09:42 PM
 210           
 0
 21 Apr 17, 09:42 PM

পাকিস্তানে পানামা পেপারস কেলেঙ্কারি থেকে মুক্তি পেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ।।

পাকিস্তানে পানামা পেপারস কেলেঙ্কারি থেকে মুক্তি পেলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বাবা নওয়াজ শরীফের পর পানামা পেপারস কেলেঙ্কারি থেকে মুক্তি পেলেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ। তাকে অর্থ পাচারের অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে মরিয়মকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়,মরিয়ম নওয়াজ বিভিন্ন উপলক্ষে বাবার কাছ থেকে উপহার হিসেবে অর্থ গ্রহণ করেছেন। কিন্তু আইনত তিনি বাবার ওপর নির্ভরশীল ছিলেন না।

জ্যেষ্ঠ আইনজীবী এবং সাবেক উপ অ্যাটর্নি জেনারেল তারিক জাহাঙ্গীরি বলেন, মরিয়মকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে অভিযোগ থেকে। তবে জেআইটি তার বিরুদ্ধে প্রতারণামূলক তথ্যপ্রমাণ পেলে ফের তাকে বিচারের সম্মুখীন করা হবে।

সুত্রের খবর অনুযায়ী,সুপ্রিম কোর্টের রায় অনুসারে,বাবার (নওয়াজ শরিফ) কাছ থেকে উপহার নেয়ার অর্থ এই নয় যে মরিয়ম তার ওপর নির্ভরশীল ছিলেন। পানামা পেপারস ফাঁসের পর পাকিস্তানের বিরোধী দল তেহরিক ই ইনসাফ ও পাকিস্তান জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের আবেদনের ভিত্তিতে দুর্নীতির অভিযোগটি আমলে নেয় আদালত।

বিরোধীদের করা আবেদনে অভিযোগ করা হয়,লন্ডনের সম্পদের লভ্যাংশের মালিক ছিলেন মরিয়ম। ওই সম্পদে তার দুই ভাই হাসান ও হুসেইন শরিফের যৌথ মালিকানা রয়েছে। আরও অভিযোগ করা হয়,মরিয়ম বাবার ওপর নির্ভরশীল থাকায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের তার সম্পদের বিবরণে মেফেয়ার প্রপার্টি ও ফ্ল্যাটের বিষয়টি উল্লেখ করা উচিত ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন