News71.com
 International
 21 Apr 17, 09:22 PM
 216           
 0
 21 Apr 17, 09:22 PM

পাকিস্তানের বেলুচিস্তানে ৪৩৪ জঙ্গির আত্মসমর্পণ।।

পাকিস্তানের বেলুচিস্তানে ৪৩৪ জঙ্গির আত্মসমর্পণ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে ৪৩৪ বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা আত্মসমর্পণ করেছে। আজ শুক্রবার সন্ধ্যার পরে আত্মসমর্পণ করা ব্যক্তিদের মধ্যে বেলুচিস্তান রেভুলেশন আর্মি (বিআরএ) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ছাড়াও অন্যান্য ছোটখাট দলের সদস্যরা আছেন। এইসবগুলো দলই পাকিস্তানে নিষিদ্ধ। 

আত্মসমর্পণ করতে আসা বিদ্রোহীরা সঙ্গে যার যার অস্ত্র নিয়ে আসেন। বিভিন্ন দলের এইসব নেতাকর্মীরা বেলুচিস্তানের কোয়েটা,সুই,দেরা বুগতিসহ বিভিন্ন এলাকায় সরকারি স্থাপনায় চালানো অসংখ্য নাশকতা ও হামলায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

এসময় বেলুচ মুখ্যমন্ত্রী নওয়াব সানাউল্লাহ জেহরি বলেন,বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে নিরীহ লোকজনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। তিনি আরও বলেন,ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর অনুগত দাস ওইসব ব্যক্তির আদেশে নিরীহ লোকজন প্রাণ দিয়েছে। 

অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির রিয়াজ বলেন,পাকিস্তানকে দুর্বল করা যাবে না... যে কেউ আত্মসমর্পণ করতে চায় তাকে স্বাগত জানানো হবে।

আত্মসমর্পণ করতে আসা বেলুচিস্তান লিবারেশন আর্মির শীর্ষ নেতা শের মোহাম্মদ বলেন, আমরা ধোঁকার শিকার হয়েছি... ভারতীয়দের হয়ে আর লড়বো না। 

বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র আনওয়ারুল হক কাকার জানান,এ পর্যন্ত দেড় হাজারের বেশি জঙ্গি আত্মসমর্পণ করেছে। ভবিষ্যতে এ ধরনের আরও ফেরারি জঙ্গি আত্মসমর্পণ করবে। আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন