আন্তর্জাতিক ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক আবারো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
আসছে ৮জুন নির্বাচনে লন্ডনের হ্যাম্পসটেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে টিউলিপ লেবার পার্টির হয়ে নির্বাচন করবেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রয়েছে ইংল্যান্ডের টরি পার্টি।
জানা যায়,টিউলিপ ইতিমধ্যে তার প্রচারণা শুরু করেছেন। এ বিষয়ে টিউলিপ বলেন,হ্যাম্পসটেড অ্যান্ড কিলবার্ন এলাকার জন্য খুব বেশি কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই।
উল্লেখ্য,ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে অনেকটা হঠাৎ করেই এই সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন। এর আগে ২০১৫ সালের নির্বাচনে টিউলিপ উক্ত আসন থেকে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। টিউলিপ ব্রেক্সিট বিষয়ে নিজের সিদ্ধান্তের দৃঢ়তর জন্য যুক্তরাজ্যের ছায়া মন্ত্রীপরিষদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।