News71.com
 International
 21 Apr 17, 12:36 PM
 210           
 0
 21 Apr 17, 12:36 PM

পাকিস্তানে সামরিক আদালতে ৩০ জঙ্গির ফাঁসির আদেশ।।

পাকিস্তানে সামরিক আদালতে ৩০ জঙ্গির ফাঁসির আদেশ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে সামরিক আদালত অভিযুক্ত ৩০ জঙ্গির ফাঁসির আদেশে গত বুধবার স্বাক্ষর করেছেন দেশটির সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া। ২০১৪ সালে পাকিস্তানের পেশওয়ারে তালেবান জঙ্গিদের হামলায় ১৪৪ স্কুলশিশু নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ওই ৩০ জঙ্গির ফাঁসির আদেশে তিনি স্বাক্ষর করেন।

এ বিষয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া জানান,খুবই গোপনীয়তার সঙ্গে আমরা বিচারকাজ সম্পন্ন করেছি। অতি দ্রুত অভিযুক্তদের ফাঁসির এ রায় কার্যকর করা হবে। এদিকে পাকিস্তানের বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো এই বিচার ব্যবস্থার সমালোচনা করে বলছেন,সেনাবাহিনী ছাড়া সাধারণ মানুষের বিচার সামরিক আদালতে করা সঠিক হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন