News71.com
 International
 21 Apr 17, 12:31 PM
 234           
 0
 21 Apr 17, 12:31 PM

প্যারিসে জঙ্গি হামলার দায় স্বীকার করল জঙ্গীগোষ্ঠী আইএসআইএস।।

প্যারিসে জঙ্গি হামলার দায় স্বীকার করল জঙ্গীগোষ্ঠী আইএসআইএস।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে জঙ্গি হামলায় ২ পুলিশ অফিসার নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর সূত্র অনুযায়ী জানা যায়,দেশটির স্থানীয় সময় রাত ৯টা দিকে এক অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে নেমে পুলিশের দিকে টার্গেট করে গুলি ছোঁড়তে থাকে। এই হামলার সঙ্গে ২ জন জড়িত ছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। যার মধ্যে একজনের মৃত্যুর খবরও শোনা যাচ্ছে। আইএসআইএসের পক্ষ থেকে পুরো ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা যাচ্ছে।

এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমবেদনা জানিয়ে জঙ্গি হামলার আশঙ্কার কথাই ব্যক্ত করেন। প্রসঙ্গত,আগামী রবিবার ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। ২০১৫-র হামলার পর থেকেই কড়া নজরদারিতে রয়েছে ফ্রান্স। বিগত ২ বছরে ফ্রান্সে জঙ্গি হামলায় প্রায় ২৩০জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নতুন করে এ ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সমগ্র এলাকা ঘিরে ফেলা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত  চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন