News71.com
 International
 21 Apr 17, 01:20 AM
 229           
 0
 21 Apr 17, 01:20 AM

টিকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ,পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ।।

টিকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ,পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে অপসারণ করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। সুত্র জানায়,আজ বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত একথা জানিয়ে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন।

২০১৫ সালে ফাঁস হওয়া পানামাভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটিরও বেশি নথিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে আসে। ফাঁস হওয়া ওই নথিতে নওয়াজের ৪ ছেলেমেয়ের মধ্যে ৩ জন মরিয়ম, হাসান ও হোসেনের নামও উঠে আসে। নওয়াজের সন্তানেরা মোসাক ফনসেকার মাধ্যমে পরিচালিত বিভিন্ন অফশোর কোম্পানির মালিকানার অংশীদার।

২০১৬ সালের ১ নভেম্বর নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবৈধ বিনিয়োগের অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করে দেশটির সুপ্রিম কোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন