News71.com
 International
 21 Apr 17, 01:17 AM
 238           
 0
 21 Apr 17, 01:17 AM

কানাডার সমুদ্রের পানিতে ভেসে এলো আইসবার্গ, শহর জুড়ে আতঙ্ক।।

কানাডার সমুদ্রের পানিতে ভেসে এলো আইসবার্গ, শহর জুড়ে আতঙ্ক।।

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার নিউ ফাইন্ডল্যান্ড টাউন জুড়ে বুধবার সকাল থেকেই তুমুল উত্তেজনা। আর এই উত্তেজনার কারণ হল বিশাল মাপের এক বরফের চাঁই বা আইসবার্গ। গবেষকরা জানিয়েছেন,এত বড়মাপের আইসবার্গ খুব একটা চোখে পড়ে না।

এমনকী,তাঁদের কথায় টাইটানিক জাহাজ যে আইসবার্গের ধাক্কায় ডুবেছিল,তার থেকেও বড়মাপের বরফের চাঁই ভেসে এসেছে কানাডার সমুদ্রতটে! আইসবার্গটি ১৫০ ফিট উঁচু। আর চওড়াতেও অনেকটাই। গবেষকরা মনে করছেন, বরফের চাঁইটি আরও বড়মাপের ছিল,ভাসতে ভাসতে এসে কানাডার সমুদ্রতটে আসার পড়েই উচ্চতা একটু হলেও কমেছে।

তবে এই বরফের চাঁইকে নিয়ে আতঙ্ক ছড়িয়ে কানাডার এই শহরে। যেখানে অনেক মানুষ এই চাঁই দেখতে ভিড় জমাচ্ছেন,অন্যদিকে অনেকে ভয় পাচ্ছেন,টাউনে এসে ধাক্কা মারলে কি অবস্থা হবে তার কথা ভেবে।

কানাডায় আসন্ন এখন গরমকাল। আর এই সময় এই ধরণের ঘটনায় হতবাক কানাডার মানুষজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন