News71.com
 International
 21 Apr 17, 01:12 AM
 226           
 0
 21 Apr 17, 01:12 AM

৩ তালাকে ক্ষতিগ্রস্ত মুসলিম নারীদের ক্ষতিপূরণ দেবে ভারতের উত্তর প্রদেশ সরকার।।

৩ তালাকে ক্ষতিগ্রস্ত মুসলিম নারীদের ক্ষতিপূরণ দেবে ভারতের উত্তর প্রদেশ সরকার।।

আন্তর্জাতিক ডেস্কঃ ৩ তালাক প্রথার ফলে ক্ষতিগ্রস্ত নারীদের রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন ভারতের উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রিসভার সদস্য রীতা বহুগুনা যোশী। রাজ্যটির নারী সুরক্ষা মন্ত্রী রীতা জানান ৩তালাক প্রথার ফলে ক্ষতিগ্রস্ত মুসলিম নারী ও ঘরোয়া নির্যাতনের শিকার হিন্দু গৃহবধূদেরও রানি লক্ষ্মী বাই সম্মান তহবিলের মাধ্যমে সাহায্য করা হবে।

তিনি আরও জানান ‘পারিবারিক নির্যাতনের শিকার হলে কোন ভেদাভেদ না করেই সকল নির্যাতিতাকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত বছরই রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সময়েই এই রানি লক্ষী বাই তহবিল গঠন করা হয়।

এদিকে ৩ তালাক ইস্যুতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে উত্তর প্রদেশ সরকার। আগামী ২ মাসের মধ্যেই এ সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে তা শীর্ষ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। তিনি বলেন ‘শীর্ষ আদালতে আমাদের বক্তব্য তুলে ধরার আগে আমরা সমাজের সবস্তরের মুসলিম নারীদের সঙ্গে কথা বলছি এবং তাদের মতামত জেনে নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন