News71.com
 International
 20 Apr 17, 04:51 PM
 236           
 0
 20 Apr 17, 04:51 PM

এবার যুক্তরাষ্ট্রের আক্রমণের তীর ইরানের দিকে।। 

এবার যুক্তরাষ্ট্রের আক্রমণের তীর ইরানের দিকে।। 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার মধ্যে যখন দেশটির যুদ্ধ বেঁধে যায় যায় অবস্থা ঠিক তখনই এবার ইরানকে কথায় আক্রমণ করে বসলেন যুক্তরাষ্ট্র। দেশটির মতে,মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূলেই ইরান এবং তারাই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। আর ক্ষুন্ন করছে মার্কিন স্বার্থ। এমনকি সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন যে ইয়েমেনে দিনের পর দিন বিমান হামলা করে যাচ্ছে সেই ইয়েমেনের অস্থিতিশীলতার জন্যও ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস এসব অভিযোগ করেন। মধ্যপ্রাচ্যে ইরানই সৌদি আরবের প্রধান প্রতিদ্বন্দ্বী।

অবশ্য এর কয়েক ঘণ্টা আগে ইরানকে উস্কানি দেয়ার অভিযোগে অভিযুক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ইরান ইস্যুতে মার্কিন কংগ্রেসকে তিনি আরও জানান,মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থকে হেয় করছে এই দেশটিই। তার মতে,বাধা না দিলে ইরান হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার মতো।

ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ওবামা প্রশাসনের করা পরমাণু চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। অবশ্য পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এও বলেছেন,ইরান পরমাণু চুক্তি মেনে চলছে। তারপরও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিরোধী হয়েছে কিনা,তা খুঁটিয়ে দেখতে বলেছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র স্বীকার করছে যে ২০১৫ সালের ওই চুক্তি ইরান পুরোপুরি মেনে চলেছে। তবে যুক্তরাষ্ট্রের দিক থেকে এতসব কথাবার্তার কোনটিরই জবাব আসেনি এখনো ইরানের দিক থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন