News71.com
 International
 20 Apr 17, 03:00 PM
 215           
 0
 20 Apr 17, 03:00 PM

ভারতে আইএস জঙ্গি সন্দেহে আটক ৩।।

ভারতে আইএস জঙ্গি সন্দেহে আটক ৩।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ইসলামি স্টেট (আইএস) জঙ্গি সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা ও দিল্লি পুলিশের বিশেষ শাখার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মুম্বাই,লুধিয়ানা এবং বিজনোর-এই তিন জায়গা থেকে ওই ৩ ব্যক্তিকে আটক করে। 

এটিএস’এর প্রধান অসীম অরুন জানান মহারাষ্ট্রের মুম্বাই,পাঞ্জাবের লুধিয়ানা, বিহারের নারকাটিয়াগঞ্জ,উত্তরপ্রদেশের বিজনোর এবং মুজাফফরনগরে গত ৩ দিন ধরে যৌথ অভিযান চালানো হয়। উত্তরপ্রদেশের এটিএস ও দিল্লি পুলিশের বিশেষ শাখা ছাড়াও অন্ধ্রপ্রদেশের সিআইডি,মহারাষ্ট্র পুলিশের এটিএস,বিহার ও পাঞ্জাব পুলিশ এই যৌথ অভিযানে অংশ নিয়েছিল। এই ঘটনায় আরও ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা সূত্রে খবর,এই চক্রটি সারা ভারত জুড়েই তাদের অপারেশন চালাচ্ছিল। আইএস ছাড়াও একাধিক জঙ্গি সংগঠনও এর সাথে জড়িত ছিল। গত ১৫ থেকে ৩০ দিন ধরে এই চক্রটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। অবশেষে আজ বৃহস্পতিবার সকালের দিকে তাদের আটক করা হয়। আটক ৩ অভিযুক্তই আইএস’এর শীর্ষ নেতাদের নির্দেশে ভারতে তাদের সংগঠনের শাখা বিস্তারের কাজে যুক্ত ছিল। পাশাপাশি নাশকতা সংগঠিত করারও পরিকল্পনা ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন