News71.com
 International
 20 Apr 17, 02:18 PM
 219           
 0
 20 Apr 17, 02:18 PM

ভারতে অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT ক্রয়ের অনুমোদন মন্ত্রিসভায়।।

ভারতে অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT ক্রয়ের অনুমোদন মন্ত্রিসভায়।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে অত্যাধুনিক ভোটযন্ত্র VVPAT কেনায় সম্মতি দিল দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে খরচ হবে প্রায় ৩ হাজার কোটি টাকা। জানালেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নতুন এই মেশিনে ভোট দেওয়ার পর একটি রিসিপ্ট পাবেন ভোটাররা। দেশটির উত্তরপ্রদেশ ভোটের রেজাল্ট বেরনোর পরই EVM-এ ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন বিরোধীরা। ভোটযন্ত্রের মাধ্যমে জয় পেয়েছে বিজেপি বলে দাবি তাদের। এই বিষয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। 

২০১৪ সাল থেকেই VVPAT মেশিন কেনার জন্য দেশটির কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা চেয়ে আসছে নির্বাচন কমিশন। বারবার এই নিয়ে চিঠিও দেওয়া হয়। অবশেষে সেই আর্জি মেনে নিল ভারত সরকার। যদিও কমিশনের দাবি অনুযায়ী পুরো অর্থ অনুমোদন করা হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন