News71.com
 International
 19 Apr 17, 07:27 PM
 234           
 0
 19 Apr 17, 07:27 PM

আমি হিন্দু,তবে হিন্দুধর্মকে কলঙ্কিত করি না ।। বিজেপির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতার

আমি হিন্দু,তবে হিন্দুধর্মকে কলঙ্কিত করি না ।। বিজেপির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতার

আন্তর্জাতিক ডেস্কঃ পুরীর মন্দির বিতর্কে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীতে দাঁড়িয়ে তাঁর সাফ জবাব,আমি হিন্দু। হিন্দুধর্মকে ভালোবাসি। তবে কলঙ্কিত করি না। আর এভাবেই নাম না করে বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়,তিনি আরও বলেন,আমি সংবিধান মেনে চলি। ধর্মনিরপেক্ষতার পক্ষে আমি। যার যা খেতে ইচ্ছে খাবে। এই বিষয়ে বারন করার আমি কে?

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। উনি গোমাংসের সমর্থনে কথা বলেন। আর সেই কারণে মুখ্যমন্ত্রীকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না বলে হুমকি দেন এক সেবায়েত। যদিও এই হুমকির পরেই গ্রেফতার করা হয় ওই সেবায়েতকে। 

শুধু তাই নয়,বাংলা এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে হিন্দু পরিষদের এক নেতা বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হিজাব পড়া ছবিতে তাঁর বিরুদ্ধে প্রবল হিন্দু বিরোধী তকমা তৈরি হয়েছে দেশজুড়ে। এই ঘটনার তারই প্রভাব বলে মনে করেন তিনি। পাশাপাশি,মন্দিরে ঢোকার আগে তাঁকে হিন্দু হিসাবে প্রমাণ দিতে হবে বলেও দাবি করেন হিন্দু পরিষদের ওই নেতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন